ভাঙচুর: মন্ত্রী চলে যাওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর

দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলে যাওয়ার পরপরই ঢাকা-মাওয়া মহাসড়কে ইলিশ পরিবহনের ১০টি যাত্রীবাহী বাসে ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পৌনে দুইটা পর্যন্ত মহাসড়কের চালতিপাতা ও আশপাশ এলাকায় এই ভাঙচুর করা হয়।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা-মাওয়া মহাসড়কে ইলিশ পরিবহনের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা পায়ে হেঁটে ও বিকল্প ব্যবস্থায় নিজ গন্তব্যে রওনা হন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ক্ষুব্ধ গ্রামবাসী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

উল্লেখ্য, ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া নামকস্থানে গতকাল বুধবার ইলিশ পরিবহনের বাস ও লেগুনার সংঘর্ষে ৭ জন নিহত হয়।

শীর্ষ নিউজ

Leave a Reply