মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চলতি বর্ষা মৌসুমে মুন্সীগঞ্জে দু’শর অধিক কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি পুরোদমে উৎপাদন ও বিপণন শুরু করেছে। র‌্যাব ও স্থানীয় মৎস্য অধিদফতরের দীর্ঘদিন অভিযান না থাকা, বর্ষা মৌসুমে কারেন্ট জালের চাহিদা ও বাজারমূল্য অধিক পাওয়ায় ব্যবসায়ীরা পুরোদমে এর উৎপাদন ও বিপণন শুরু করেছে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় হাবিব মাস্টার ফিশিং নেট নামের একটি কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে শুক্রবার মধ্যরাত ১২টা থেকে অভিযান শুরু করে র্যাব ও মৎস্য অফিস। শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ঘটনায় কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি থেকে দু’জনকে আটক করা হয়েছে। তবে ফ্যাক্টরির মালিক পলাতক রয়েছেন।

র‌্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি সহকারী পরিচালক মহিতুল ইসলাম ও মুন্সীগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা শুক্রবার মধ্যরাত ১২টা থেকে ডিঙ্গাভাঙ্গার হাবিব মাস্টারের ‘মাস্টার ফিশিং নেট’ নামের কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে অভিযান শুরু করা হয়। এই অভিযান শনিবার দুপুর পর্যন্ত চলে। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে নষ্ট করা হবে বলে তিনি জানান।

এদিকে মনোফিলামেন্ট সুতার আড়ালে মুন্সীগঞ্জ শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়ন, মিরকাদিম পৌরসভা ও রামপাল ইউনিয়নের বিভিন্ন প্রায় দু’শোরও অধিক কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি গড়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে অবৈধ ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে মনে করে স্থানীয় সিভিল সোসাইটি।

মাঝে মধ্যে র‌্যাব ও মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চলে। এ সময় একযোগে কিছু সময়ের জন্য কারেন্ট জাল উৎপাদন ও বিপণন বন্ধ রেখে পালিয়ে যান ব্যবসায়ীরা। তবে রহস্যজনক কারণে কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোতে দীর্ঘদিন ধরে পুলিশের অভিযান বন্ধ রয়েছে। আচমকা বন্ধ রয়েছে কোস্টগার্ডের অভিযানও।

ভবতোষ চৌধুরী নুপুর/জাগো নিউজ

Leave a Reply