ছাত্রলীগ নেতা আসিফ হত্যা ॥ ৩ বছর পর মামলার চার্জ গঠন

অবশেষে দীর্ঘ তিন বছর পর মুন্সীগঞ্জ জেলার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আসিফ হাসান হাওলাদার হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে। এতে মামলার এজাহারভুক্ত ১১ জন আসামিকে চার্জশীট অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার জেলা দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে শুনানি শেষে এ চার্জ গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র নন্দি। এর পূর্বে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি বিচারিক আদালতে চার্জশীট দাখিল করে সিআইডি। চার্জশীটভুক্ত আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারে বাদীপক্ষকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ ছিল। এ নিয়ে মামলার বাদীপক্ষ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। বহুল আলোচিত এ মামলাটির চার্জ গঠন হওয়ায় আসিফের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জনকন্ঠ

Leave a Reply