শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের ৩২ টি মামলায় ৩৫ হাজার ১শ টাকা জরিমানা

আরিফ হোসেন: শ্রীনগরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের নবম দিনে ভ্রাম্যমান আদালত ৩২টি মামলা দায়ের করেছে। মামলাগুলো থেকে জরিমানা আদায় হয়েছে ৩৫ হাজার ১শ টাকা।

শুক্রবার দিনভর ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী, র‌্যাব,পুলিশ,আনসার ও উপজেলার স্কাউটের টিম দায়িত্ব পালন করেছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান লকডাউনে বিধি নিষেধ বাস্তবায়নের জন্য শুক্রবার বালাশুর,তিন দোকান,চকবাজার, ষোলঘর,হাসাড়া,আলমপুর ও বাড়ৈখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলার ১৪টি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply