টঙ্গীবাড়ির সফি শেখ আর নেই

sokahatoঅবিভক্ত পাকিস্থান জীবনবীমা কর্পোরেশনের পরিচালক মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শড়িষাবনের সন্তান এসইউ আহম্মেদ ওরফে শফি শেখ ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। রবিবার বিকালে ঢাকার মীরপুরের ২নং সেশনের বড় মেয়ের বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। চার পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। বাদ মাগরিব মীরপুরের ২নং সেশনের নূরানী মসজিতে নামাজের জানাজা শেষে তাঁকে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি মহাসচিব বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামসুল হক মোহনের পিতা শফি শেখের মৃত্যুতে মুন্সীগঞ্জের নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর সম্পাদক মোহাম্মদ আরফিন, মুন্সীগঞ্জ প্রেক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান এবং বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply