মুন্সিগঞ্জে হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধে সেমিনার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধ ও সচেতনতা নিয়ে গতকাল শুক্রবার সকালে সেমিনার হয়েছে। সেমিনারে এ অঞ্চলের দুই শতাধিক গ্রাম্য চিকিৎসক অংশ নেন। এতে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গাস্ট্রো এন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবর রহমান ভুঞা।

প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাউদুল ইসলাম। ঢাকা হাসপাতাল ও রোশ বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে সেমিনারে বক্তব্য দেন গিয়াসউদ্দিন আহম্মেদ, ঢাকা হাসপাতালের এমডি মোহাম্মদ ইসমাইল, রোশর মো. সানোয়ার রহমান, রণবীর ঘোষ, আবুল খায়ের, মীর লিয়াকত হোসেন চেয়ারম্যান প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply