গজারিয়া যাত্রীবাহী বাসে ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর নামক স্থানে গতকাল বুধবার রাত তিনটায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আট-দশজন যাত্রী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে গুরুতর আহত জসিম (৩৭), আব্দুল মান্নান ও অজ্ঞাত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোনাপুরগামী ভিআইপি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি মহাসড়কের ভবেরচর এলাকায় পৌঁছে বিকল হয়ে যায়। এ সময় বাসটিতে অস্ত্রসজ্জিত সাত-আটজন ডাকাতের একটি দল ঢুকে আট-দশজন যাত্রীকে কুপিয়ে জখম করে এবং তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসেট ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।

গতকাল রাতে মহাসড়কে দায়িত্ব পালনরত গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিকল বাসটির অনেক যাত্রী ডাকাতির আগেই অন্য যানবাহনে গন্তব্যে রওনা দেওয়ায় হতাহতের সংখ্যা কম। আহত কেউ এ বিষয়ে থানায় অভিযোগ না করায় কোনো মামলা হয়নি। রাত চারটায় ইঞ্জিন সচল হলে বাসটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

[ad#co-1]

Leave a Reply