অধ্যক্ষের নির্দেশে মুছে গেল হুমায়ুন আজাদের কবিতা

নেপথ্যে শিবির
আহমেদ কুতুব, চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে লেখক কবি হুমায়ুন আজাদ নিষিদ্ধ! ছাত্রশিবিরের আপত্তির মুখে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান উপলক্ষে কলেজের পক্ষ থেকে ছাপানো বুকলেটের পঞ্চম কলামে হুমায়ুন আজাদের ‘বাঙলা ভাষা : তোমার মুখের দিকে’ কবিতাটি স্টিকার দিয়ে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কবি মাহবুব-উল-আলমের ‘ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতাটির নিচেই হুমায়ুন আজাদের ছয় লাইনের এ কবিতাটি ছিল। কলেজ অধ্যক্ষের নির্দেশে কবিতাটি মুছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হুমায়ুন আজাদের কবিতাটি মুছে দেওয়ার পর বুকলেটটি ২০ ও ২১ ফেব্রুয়ারি কলেজের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বুকলেট সম্পাদনা পরিষদের একজন সদস্য ও কলেজ শিক্ষক গতকাল শুক্রবার কালের কণ্ঠকে জানান, বুকলেট ছাপা হওয়ার পর শিবিরের নেতারা কবিতাটি নিয়ে অধ্যক্ষের কাছে আপত্তি জানায়। এর পরই অধ্যক্ষ কবিতাটি মুছে ফেলার নির্দেশ দেন।
চট্টগ্রাম কলেজে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ছাপানো বুকলেটে হুমায়ুন আজাদের ‘বাংলা ভাষা তোমার মুখের দিকে’ কবিতাটি স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে (বাঁয়ে)। ডানে-স্টিকার তোলার পর দেখা যাচ্ছে সে কবিতাটি। ছবি : কালের কণ্ঠ

কবিতা মুছে দেওয়ার কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখর দস্তিদার গতকাল শুক্রবার ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে বুকলেটটি তৈরি করা হয়েছে। বুকলেট সম্পাদনা পরিষদ আমার সঙ্গে আলোচনা না করে কবিতাটি ছাপিয়েছিল। দেশে বড়-বড় কবির ভাষা এবং একুশ নিয়ে বিখ্যাত কবিতা না ছাপিয়ে হুমায়ুন আজাদের কবিতা ছাপানোতে অনেকেই এর সমালোচনা করতে পারেন। তাই বুকলেট থেকে সম্পাদনা পরিষদের প্রধান অধ্যাপক মো. মশিউজ্জামানকে কবিতাটি মুছে দিতে বলেছি।’ তবে এ বিষয়ে শিবিরের আপত্তির বিষয়টি তিনি অস্বীকার করেন।

বুকলেট সম্পাদনা পরিষদের প্রধান অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ‘বুকলেটটি তৈরি করার সময় হুমায়ুন আজাদের কবিতাটি দিয়েছিলাম। পরে অধ্যক্ষের নির্দেশে বুকলেটে ছাপানো কবিতাটি মুছে দিয়েছি। অধ্যক্ষ আমাকে বলেছেন, একুশের অনুষ্ঠান উপলক্ষে ছাপানো বুকলেটে ভাষার কবিতা থাকা অপ্রাসঙ্গিক। বরেণ্য কবিদের কবিতা না ছাপিয়ে এটা ছাপালে অযথা বিতর্ক তৈরি হবে।’

চট্টগ্রাম কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন নুরী বলেন, ‘বুকলেট ছাপানোর সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা ছিল না। ছাপানো বুকলেটে কী মুছে দেওয়া হয়েছে তার সঙ্গেও শিবির সম্পৃক্ত ছিল না। এটা অধ্যক্ষ করেছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক জানান, অধ্যক্ষ শিবিরের আপত্তির মুখে হুমায়ুন আজাদের কবিতাটি স্টিকার দিয়ে মুছে দিয়েছেন। শিবির আপত্তি না জানালে বুকলেট থেকে হুমায়ুন আজাদের কবিতাটি মুছে দেওয়া হলো কেন? কবিতাটি না মুছে বুকলেটটি ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে পারতেন না?

[ad#bottom]

Leave a Reply