গজারিয়ায় চলছে মেঘনার ভাঙন তাণ্ডব

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চারটি ইউনিয়নের একাধিক গ্রামে আবাদি জমিসহ নদী তীরবর্তী বসতবাড়িতে চলছে মেঘনা নদীর ভাঙন তাণ্ডব। প্রতিনিয়ত ভাঙন অব্যাহত থাকলেও তা প্রতিরোধে সরকারিভাবে কোনো উদ্যোগ না থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠছে ওই অঞ্চলের শত শত মানুষ।

নিম্নচাপ ও অবিরাম বর্ষণের ফলে গত এক সপ্তাহ ধরে গজারিয়ার চরবলাকী, হোসেন্দী, ইসমানিচর, গজারিয়া ঘাট, বালুরচর, দৌলতপুর, কালিপুরা, ছোট বসুরচর ও চরবাউশিয়া গ্রামে মেঘনার ভাঙন তাণ্ডব বৃদ্ধি পেয়েছে।

এরফলে গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশের বেড়াসহ বিভিন্ন উপায়ে ভাঙন ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

গ্রামবাসী জানান, গত কয়েক বছর ধরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিত ভাবে খননের মাধ্যমে বালু উত্তোলনের ফলে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভাঙন দেখা দেয়। নদীর মধ্যে খনন না করে অসাধু বালু ব্যবসায়ীরা তীর ঘেঁষে বালু কাটার ফলে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় গ্রামবাসী একাধিকবার ঐক্যবদ্ধ হয়ে খনন কাজে হামলা, স্বারকলিপি দাখিলসহ বিক্ষোভ মিছিল করে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করলেও কোনো প্রতিকার পায়নি।

গ্রামবাসীরা জানান, হোসেন্দী ইউনিয়নের চরবলাকী, হোসেন্দী গ্রাম, গজারিয়া ইউনিয়নের ইসমানিরচর, গজারিয়া ঘাট, ঈমামপুর ইউনিয়নের দৌলতপুর, কালিপুরা গ্রাম, গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর, বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামে বসতবাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।


তারা আরও জানান, অন্যান্য বছরের মতো এ বছরও ভাঙন অব্যাহত থাকলেও গত এক সপ্তাহ আগের নিম্নচাপ ও অবিরাম বর্ষণে মেঘনার ভাঙন তাণ্ডবের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইসমানিচর গ্রাম সংলগ্ন চরহোগলাকান্দি গ্রামে বিস্তীর্ণ ফসলি জমি মেঘনা নদীতে দেবে যায়। এতে চরহোগলাকান্দি গ্রামের শতাধিক পরিবার জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

এ অবস্থায় মেঘনা নদীতে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

এ প্রসঙ্গে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ কামরুননাহার বাংলানিউজকে জানান, ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভাঙনের তীব্রতার বিষয়য়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply