তফসিল ঘোষণার পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারে আগুন

politicতফসিল ঘোষণার পরপর মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম ট্রাক ও প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির কর্মীরা। এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। গজারিয়া থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, রাত ৮টার দিকে পাখিরমোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেড দেয়। এ সময় তারা একটি খালি ট্রাকে ও প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গেলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে, তফসিল ঘোষণার পক্ষে বিপক্ষে রাতে শহরে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল করেছে।

আওয়ামী লীগ: রাত পৌনে ৮টার দিকে শহরের পুরাতন কাচারি এলাকা থেকে জেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের সুপার মার্কেট চত্বর ঘুরে জুবলী রোড হয়ে শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন নান্নু, নাসিরউদ্দিন, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ প্রমুখ।

বিএনপি: আওয়ামী লীগের মিছিল সুপার মার্কেট অতিক্রম করার পরপরই শহর বিএনপি শহরের উত্তারাংশে প্রতিবাদ মিছিল বের করে। শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি হাটলক্ষীগঞ্জ এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


এ সময় মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ আলম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তোতা মিয়া, জেলা যুবদলের সভাপতি সভাপতি তারিক কাশেম খান মুকুল, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক মাহবুব-উল আলম স্বপন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, জেলা ছাত্রলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা প্রমুখ।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply