শাহজালালে স্বর্ণ উদ্ধার, আটক সানি রিমান্ডে

goldহযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় আটক মো. সানিকে (৩৮) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী শুক্রবার দুপুরে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. মনিরুজ্জামান এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মো. সানির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহজালাল বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে এক কেজি স্বর্ণসহ মো. সানিকে আটক করে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দারা। সে রাজধানীর পূর্ব রামপুরার আব্দুল কাদিরের ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

বৃহস্পতিবার সকাল ৭টায় বিজি-০৮৭ (ইএ-০৮৭) ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান সানি। এ সময় তার দেহে তল্লাশি চালানো হলে তার কোমর থেকে পাঁচ খণ্ডের এক কেজি স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

দ্য রিপোর্ট

Leave a Reply