কামারুজ্জামানের রায় কার্যকর সময়ের ব্যাপার মাত্র

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকর করা সময়ের ব্যাপার কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নিশ্চয়ই। বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামানের ফাঁসির রায় কিভাবে কার্যকর করা হবে সেটা সরকারের বিষয়। তিনি বলেন, ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছে। ট্রাইব্যুনালের রায়ে বিস্তারিত বলা আছে। আপিল বিভাগ একটি অভিযোগে সেই মৃত্যুদণ্ড বহাল রেখেছে।

মৃত্যুদন্ড কার্যকরের ক্ষেত্রে জেল কর্তৃপক্ষের আপিল বিভাগের পুরো রায় দরকার আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কি দরকার আছে? আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশের ওপর ভিত্তি করে কি কোন কাজ করা যাবে না । এক্ষেত্রে আমি একমত হতে পারছি না।

আসামির প্রাণ ভিক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়ের প্রয়োজন হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো প্রয়োজন হবে না। কারণ আসামিকে সকল দোষ স্বীকার করে প্রাণভিক্ষার আবেদন করতে হয়। আমি মনে করি রাষ্ট্র কামারুজ্জামানকে প্রাণভিক্ষার সুযোগ দেবে।

বার্তা রিপোর্ট

Leave a Reply