দুই মহাসড়কে নিষিদ্ধ যানবাহন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের দুই মহাসড়কে ব্যাপকহারে চলছে অবৈধ যানবাহন। সেতুর টোলপ্লাজা দিয়েও টোল দিয়ে অনায়াসেই পার হয়ে যাচ্ছে এসব যানবাহন। অন্যদিকে, বহু পুরনো লক্কর-ঝক্কর বাসসহ অটোরিকশা, ইঞ্জিনচালিত রিকশা, সিএনজি, ট্রলি-মাহেন্দ্র, নছিমন, করিমন, টমটম, ছোট পিকআপসহ বিভিন্ন নামের নিষিদ্ধ যানবাহন। মহাসড়কের হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে এসব নিষিদ্ধ যানবাহন চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া, চালতিপাড়া, হাসাড়া, কেউটখালী, উমপাড়া, নিমতলা, মাওয়া গোলচত্বর, বেজগাঁও, শ্রীনগর পুরাতন ফেরিঘাট দিয়ে চলছে এসব অবৈধ যানবাহন। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে গোমতি সেতু পর্যন্ত ১২-১৪ কিলোমিটার এলাকায় ব্যাপকহারে চলাচল করছে এসব অটোরিকশা, সিএনজি, ট্রলি-মাহেন্দ্র, নছিমন, করিমন, টমটম, ভটভটিসহ সব ধরনের নিষিদ্ধ যানবাহন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান বলেন, মহাসড়ক দিয়ে এসব এখন আর চলাচল করছে না। এসব গাড়ি রাস্তায় পেলেই চালককে পিটুনি দেই, ভাঙচুর করি।

এ ব্যাপারে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে থানার ওসি ডেরিকের মোবাইল ফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

মানবজমিন

Leave a Reply