সিরাজদিখানে ডিবি পরিচয়ে ৬ লাখ টাকা ছিনতাই

দিনে-দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পরিচয়ে নিরঞ্জন রায় নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাকে অপহরণ করে মারধর করে কেরানীগঞ্জের কাছে নিয়ে টাকা রেখে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ইহাজী গ্রামে।

ছিনতাইয়ের শিকার হওয়া নিরঞ্জন রায় জানান, ক্রয় করা জমির টাকা দিতে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা শাখার ন্যাশনাল ব্যাংক থেকে নিরঞ্জন রায় ও তার ভায়রার ছেলে ৬ লাখ টাকা উত্তোলন করে কেয়াইন ইউনিয়নের বড়ইহাজী গ্রামে তার ভায়রা সঞ্জিত রায়ের বাড়ি যায়। এ সময় নিরঞ্জন রায়ের সঙ্গে ছিল ভায়রার ছেলে হৃদয়। নিরঞ্জন রায় ভায়রার বাড়ি পৌঁছানোর আধ ঘণ্টা পরই ৪/৫ সদস্যের অপহরণকারী দল সৌরভ রায় হৃদয়ের বাড়িতে গিয়ে ডিবি পরিচয় দিয়ে নিরঞ্জন রায়কে ব্যাগে থাকা টাকাসহ তাদের সঙ্গে আসতে বলে। বাড়ি থেকে বের হয়ে নিমতলা রাজানগর সড়কে আসার পরই তারা টাকাসহ নিরঞ্জনকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায় এবং সৌরভের মা অমিয় রায়কে সিরাজদিখান থানায় আসতে বলে। তারা নিরঞ্জন রায়কে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। পরে মাউক্রোতে তাকে বেধম মারধর করে কেরানীগঞ্জর কাছে গিয়ে টাকা রেখে গাড়ি থেকে নামিয়ে দেয়।

যুগান্তর

Leave a Reply