লৌহজংয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

মুন্সীগঞ্জের লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামে সুমাইয়া আক্তার নামের নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ‘মুক্ত বিহঙ্গ’ নামের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়। সুমাইয়া আক্তার লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থী সুমাইয়া আক্তারের বাল্যবিয়ের আয়োজন চলছিল তার বাড়িতে। এ খবর পেয়ে বিদ্যালয়ে গঠিত ‘মুক্ত বিহঙ্গ’ নামের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যরা সুমাইয়ার বাবা অহিদ শেখকে বাল্যবিয়ে বন্ধ করার অনুরোধ করে এবং ইউএনও মো. মনির হোসেনকে বিষয়টি জানানো হয়। এর পরই লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমানকে নির্দেশ দিলে পুলিশ দুপুর আড়াইটার দিকে বড় নওপাড়া গ্রামে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।

সমকাল

Leave a Reply