মুন্সীগঞ্জ সদর থানা থেকে এজাহার পত্র উধাও

মুন্সীগঞ্জ সদর থানায় বাদীর দায়েরকৃত এজাহারপত্র পুলিশের কাছ থেকে উধাও হয়ে গেছে। এজাহার দাখিলের ২ দিন পর গতকাল শনিবার সকালে তা ফাঁস হয়। সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের সুরুজ ঢালী এ এজাহার দাখিল করেন গত বৃহস্পতিবার রাত ১১টায়। সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতানের কাছে এজাহারটি জমা দেয়া হয়েছিল বলে বাদী সুরুজ ঢালী জানিয়েছেন। গতকাল শনিবার পুনরায় নতুন করে এজাহার জমা নিয়েছেন নবাগত ওসি মো. শহীদুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, মাঝিকান্দি গ্রামে বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী মান্নান ঢালীর নেতৃত্বে দুর্বৃত্তদের হামলায় সুরুজ ঢালী রক্তাক্ত জখম হন। তার ভাতিজি নাসিমা আক্তারের সঙ্গে প্রতিবেশী মান্নান ঢালীর প্রেমের সম্পর্কের জের ধরে দ্বন্দ্ব দেখা দেয় সুরুজ ঢালীর। এ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ ঢালী হামলার শিকার হয়ে আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, যা হওয়ার হয়েছে। নতুন করে এজাহার জমা নিয়ে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply