৪১ ঘণ্টা পরে মাওয়ায় ফেরি সার্ভিস চালু

গতকাল মঙ্গলবার দুপুর থেকে মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। বেলা ১টা ১০ মিনিটে “ফেরি থোবাল” মাওয়া থেকে প্রথম ছেড়ে যায়। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। তবে উভয় পাড়ে চার শতাধিক গাড়ি পাড়াপাড়ের অপেক্ষায় রয়েছে। এই রুটে অন্যান্য নৌ যানও স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোশারফ হোসেন জানান,স্থানীয় প্রশাসনের দীর্ঘ প্রচেষ্টার পর মাওয়া ১ ও ৩ নং ঘাট চালু করা গেছে। তবে পদ্মার প্রচন্ড ঢেউয়ে পাড় ভেঙ্গে যাওয়ায় ২ নং ঘাট এখনও চালু হয়নি। তবে ওপারের (কাওরাকান্দি ) সব ঘাট সচল রয়েছে। উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার রাত ৮ টা থেকে মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র এজিএম এসএম আশিকুজ্জামান জানান,১টি রো রোসহ ১১ টি ফেরিই চলাচল করছে ।তিনি জানান, বিকাল সোয়া ৩টায় মাওয়া-কাঁঠালবাড়ি (শরীয়তপুর) রুটে ফেরি চালু হয়।

Leave a Reply