মুন্সীগঞ্জে ২৫টি দোকান পুড়ে গেছে

সদর উপজেলার মীরকাদিম কাঠপট্টি এলাকার একটি মার্কেটে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত পৌনে ২টায় কাঠপট্টির নূরপুর পঞ্চায়েত মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন দমকলকর্মীরা।

মীরকাদিম পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন রেনু জানান, লিপু মিয়ার আসবাবের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।

আগুনে ১৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ছয়টি পুড়েছে আংশিক।

সাবেক পৌর প্রশাসক মহসিন মাখন জানান, আগুন লাগার পরপরই লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতায় তারা কাছে ঘেঁষতে পারেনি।

তারা জানা, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকান মালিকদের ১০ হাজার এবং আংশিক পুড়ে যাওয়া দোকান মালিকদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তারা।

এছাড়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তিন বান্ডেল করে টিন দেওয়া হবে বলেও তারা জানান।

[ad#co-1]

Leave a Reply