আমার বুকে সাহারার অগি্নজ্বালা – নূহ-উল-আলম লেনিন

তোমার জন্মদিনে আমি আমার হৃদকমলটি ছিঁড়ে
তোমার শ্রীপাদপদ্মে অর্ঘ্য দিলাম
ফিরিয়ে দিও না তুমি, দেওয়ার মতো আর কোনো পুঁজিপাট্টা
নেই যে আমার। আমি তোমাকে আমার ভালোবাসার সবটুকু
সঞ্চয় উজাড় করে দিলাম। উপেক্ষার ছলে বাসিফুলের মতো
ভাসিয়ে দিও না জলে।

তুমি আমার বুকের পাঁজর দিয়ে গড়া
প্রথম মানবী-অর্ধাঙ্গ স্বরূপা। অথচ আমার বুকে সাহারার অগি্নজ্বালা,
তৃষ্ণার্ত আমি আকণ্ঠ পান করতে চাই তোমার ভালোবাসায় মদিরা।
তোমাকে পাব না জেনেও আমি পৃথিবী এ-ফোঁড় ও-ফোঁড়
করি, খুঁজে ফিরি অন্তরীক্ষে,
সিল্পুব্দ থেকে মিসিসিপি, কঙ্গো থেকে পদ্মায়_ মেঘনায় অতলান্ত
প্রশান্ত সাগরে।
একদা তোমার অধিষ্ঠান ছিল বটে
ঈশ্বরের বাগানে।

[ad#co-1]

Leave a Reply