গজারিয়া থানার দারোগার বিরুদ্ধে আদালতে চাদাঁবাজির মামলা

জান্নাতুল ফেরদৌসৗ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া থানার এস আই জাহাঙ্গির হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাদাঁবাজির মামলা রুজু করেছে মহসিন বেপারী নামের এক ব্যক্তি। অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করায় বিজ্ঞ বিচারক এস আই জাহাঙ্গিরকে কারন দর্শানোর নিদের্শ প্রদান করেছে।

জানা গেছে, গত ৭ অক্টোবর পঙ্খিয়ার পাড় গ্রাম থেকে ব্যবসার কাজে নারায়নগঞ্জ যাওয়ার পথে আলীপুরা নামকস্থানে এস আই জাহাঙ্গির তল্লাশির নামে বাদীর ছেলে শামিম বেপরীর পকেটে থাকা ১২ হাজার টাকা নিয়ে যায় এবং ছেলেকে মুক্ত করার জন্য বাদীর কাছে তার আরো ২০ হাজার টাকা দাবী করে। অন্যথায় হত্যা মামলার আসামী বানিয়ে ক্রস ফায়ারের হুমকি দেয়। এ সময় এস আই জাহাঙ্গির বাদীর কাছে থেকে আরো ৫ হাজার টাকা আদায় করে শামিম বেপারীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করে এবং পুনরায় দাবী করা আরো ১৫ হাজার টাকা না দেয়ায় হুমকি অব্যাহত রাখে। এরমধ্যে শামিম বেপারী জামিনে মুক্ত হলে এস আই জাহাঙ্গির বাদীর উপর ক্ষুব্ধ হয়ে হুমকিসহ আরো ৪০ হাজার টাকা চাদাঁ দাবী করে। অন্যদিকে ৫৪ ধারায় গ্রেফতারের প্রতিবেদন আদালতে দাখিল করার অমান্য করায় এস আই জাহাঙ্গিরের কাছে বিজ্ঞ বিচারক তার কারণ দর্শানোর নির্দেশ দেন।

বিডি রিপোর্ট ২৪

[ad#bottom]

Leave a Reply