আড়িয়াল বিলে বিমানবন্দরের পক্ষে ফিনল্যান্ডে সমাবেশ

তারেক সালমান: মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পক্ষে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফিনল্যান্ডের বিভিন্ন শহর থেকে শ্রীনগর, সিরাজদিখান, নবাবগঞ্জ ও দোহারের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মো. রমজান বলেন, বিমানবন্দরের জন্য জমি নির্ধারণের কাজ শেষপর্যায়ে। সরকারের উচিত, দেরি না করে দ্রুত নির্মাণকাজ শুরু করা। রমজান বলেন, আড়িয়াল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হলে পাশে স্যাটেলাইট সিটি গড়ে উঠবে, তাতে গ্যাস ও বিদ্যুতের সুবিধায় শিল্পকারখানা হবে, আইটি ভিলেজ ও পর্যটনকেন্দ্র হবে। বিমানবন্দরকে ঘিরে দেশের উন্নয়নেরও কেন্দ্রবিন্দু হবে আড়িয়াল বিল। সমাবেশে আরো বক্তব্য রাখেন জহিরুল আলম নজরুল, হুমায়ুন কবীর প্রমুখ।

[ad#bottom]

Leave a Reply