নবগঠিত শিক্ষানীতি দেশে শিক্ষাবান্ধব বেষ্টনী তৈরী করেছে

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান-উর রশীদ বলেছেন, নবগঠিত শিক্ষানীতি দেশে শিক্ষাবান্ধব বেষ্টনী তৈরী করেছে। এতে সৃষ্টিশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় বিকশিত জাতি গঠিত হবে। তিনি বাঙালি জাতির অর্জনগুলো তুলে ধরে বলেন, সেই শেষ্ঠত্বকে প্রতিস্থাপিত করতে সকল দেশবাসীকে একযোগে কাজ করতে হবে। তিনি শনিবার প্রাচীন বাংলার রাজধানী রামপাল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। এম ইদ্রিস আলী এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, উপ পরিচালক একেএম মোস্তফা কামাল, সহকারী পরিচালক অদৈত কুমার রায় প্রমুখ। পরে তিনি সরকারী মহিলা কলেজ, হরহঙ্গা কলেজ এবং শহরের ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষানীতি নিয়ে মতবিনিময়ে অংশ নেয়।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply