প্রধান মন্ত্রীর উপদেষ্টারা ভারতের তাবেদারি করছে : এরশাদ

ফেনী অভিমুখে লংমার্চে যাওয়ার পথে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সরকারের দূর্বলতার কারণে ভারত টিপাইমুখ বাঁধ, তিস্তার নদীর পানি একতরফাভাবে দখল করে নিচ্ছে। এ বিষয়ে সরকার কোন প্রতিবাদ করছে না। দুটি দল গত বিশ বছরে দেশ শাসন করেছে। তাঁরা উন্নয়নের পরিবর্তে সন্ত্রাস, চাঁদাবাজ, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, আইন-শৃঙ্খলার অবনতি ছাড়া কিছুই দিতে পারেনি। প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টার ভুমিকা দেখে মনে হয় তারা ভারতের লোক।প্রধান মন্ত্রীর উপদেষ্টারা দেশ ও জনগণের স্বার্থ রায় কাজ না করে ভারতের তাবেদারী করছে। এই মুহুর্তে দেশের উন্নয়ন দেশ বাঁচানোর জন্য জাতীয় পার্টির বিকল্প নেই।

তাই দেশবাসীর কাছে আকুল আবেদন শেষবারের মত জাতীয় পার্টিকে মতায় বসিয়ে দেশ উন্নয়ণের সুযোগ দিন। পানি আমাদের জীবন, পানির অভাব-কষ্ট আমরা বুঝি। পানির অভাবে আজকে আমাদের কৃষি কাজ ব্যাহত হচ্ছে। দেশ মরুভূমিতে পরিণত হচ্ছে।আজ আমরা ফেনী নদীর পানি রার জন্য লংমার্চের কর্মসূচী হাতে নিয়েছি।প্রতিবাদ করছি। অথচ সরকার ও বিরোধী দলের নেতারা প্রতিবাদ করছেন না। তিনি এর থেকে মুক্ত হতে চাইলে জাতীয় পার্টিকে আরেকবার দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহবান। তিনি আজ সোমবার দুপুর ১২ টার দিকে ফেনীর উদ্দেশ্যে লং মার্চে যাবার পথে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাসষ্ট্যান্ডে এক পথসভায় এ কথা বলেন। গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী বাতেন মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, মহাসচিব রুহুল আমিন হওলাদার, প্রেসিডিয়াম সদস্য এড্যাভোকেট শেখ সিরাজুল ইসলাম, শিল্প বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব কলিমউল্লাহ, জেলা জাতী পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply