তত্ত্বাবধায়কের দাবিতে বিকল্প ধারার প্রতীকী অনশন

bdonosonতত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে পৃথক দুইটি স্থানে প্রতীকী অনশন করেছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দৌজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ।

শনিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়িতে ও সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় পৃথক প্রতীকী অনশন করা হয়। নিমতলার অনশন কার্যক্রম এখনো চলছে।

সংগঠন সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের জেলার ছনবাড়িতে উপজেলা বিকল্প ধারা বাংলাদেশের ব্যানারে বেলা ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী অনশন করে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর বিকল্প ধারার সাধারণ সম্পাদক লন চন্দ্র মণ্ডল, গোলাম মোস্তফা, মো. আলমগীর হোসেন, সাহাবুদ্দিন মিয়া, কিংসুক সরকার, আল-মামুন, মো. বিদ্যুত প্রমুখ। পরে শ্রীনগর বিকল্প ধারার সভাপতি গাজী শহীদুল হক নেতাকর্মীদের অনশন ভাঙ‍ান।
bdonoson
অন্যদিকে, সিরাজদিখান উপজেলা বিকল্প ধারা ঢাকা-মাওয়া মহাসড়কে নিমমতলা এলাকা সকাল আটটা থেকে প্রতীকী অনশন শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এ অনশন বিকেল চারটা পর্যন্ত চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ অনশনে উপস্থিত রয়েছেন, সিরাজিদখান উপজেলা বিকল্প ধারার সভাপতি এটি এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী, ইলিয়াস হোসেন ভূঁইয়া প্রমুখ।

তবে পৃথক এ অনশনে দলীয় প্রধান অধ্যাপক একিউএম বদরুদ্দৌজা চৌধুরী ও তার ছেলে মাহী বি চৌধুরীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply