চরাঞ্চলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

মসজিদে তারাবিহ নামাজ আদায়কালে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের চরাঞ্চলে বিবদমান দু’গ্রুপের হামলা ও সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষকালে বসত-ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে দাবি করা হয়েছে । মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১০ বেপারী ও সরদার গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


মুন্সীগঞ্জ সদর থানার ওসি (প্রশাসন) শহীদুল ইসলাম জানান, সদর থানার সেকেন্ড অফিসার বাঘাইকান্দি গ্রামের মিজি বাড়ির জামে মসজিদের প্রাঙ্গনে মঙ্গলবার নূরউদ্দিন সরদারের ছেলে নাছির সরদার মসজিদে তারাবিহ নামাজ পড়তে গেলে তার মোবাইল ফোন সেট চুরি হয়। এ নিয়ে বেপারী গোষ্ঠীর মুন্নাসহ কয়েক জনকে সন্দেহ করে চোর অপবাদ দিলে উভয় গোষ্ঠীর মধ্যে বিরোধ বাঁধে। ওই বিরোধ নিয়ে দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে,সংঘর্ষের সময় সরদার গোষ্ঠীর লোকজনের বসত-ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে ভুক্তভোগী নুর উদ্দিন সরদার দাবি করেছেন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply