সিরাজদিখানে মাদকের আস্তানায় আগুন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদীর পাড়ে সোমবার বিকেলে র‌্যাব সদস্যরা মদ ও গাঁজা সেবনের আস্তানায় আগুন দিয়েছে র‌্যাব সদস্যরা। পুড়িয়ে ফেলা হয়েছে মাদকের আস্তানার একমাত্র খুপড়ি ঘরটি। বিকেল সাড়ে ৩ টার দিকে মাদকের আস্তানায় অভিযান চালায় র‌্যাব-১১। এ সময় বাঁশের মুলি ও খড়কুটোর তৈরী খুপড়ি ঘরে আগুন দিয়ে মাদকের আস্তানা পোড়ানো হয়।


র‌্যাব-১১ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার এএসপি ওবায়দুল্লাহ মুন্সীগঞ্জ বার্তা ডট কমকে আস্তানা পোড়ানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি মুন্সীগঞ্জ বার্তা ডট কম জানান, মাদক বিরোধী অভিযানে গেলে ফুরসাইল গ্রাম সংলগ্ন ইছামতির পাড়ে মাদকের আস্তানার সন্ধান পান তারা।

সরেজমিনে গিয়ে র‌্যাব সদস্যরা জানতে পেরেছেন স্থানীয় প্রভাবশালী ২ ব্যক্তি জাহাঙ্গীর হোসেন ও কামাল হোসেন দীর্ঘ দিন যাবত ওই মাদক সেবনের আস্তানা গড়ে তোলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আগে-ভাগেই গা-ঢাকা দেয় তারা।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply