শ্রীনগরের সন্তান সহ এক বৃদ্ধা ঘর ছেড়ে এখন দিন কাটাচ্ছে আশ্রয় কেন্দ্রে

hrশ্রীনগর এলাকায় সন্ত্রাসীদের ভয়ে ঘর ছেড়েছেন হামিদা বেগম নামের এক বৃদ্ধা ও তার ছেলে সোহেল। বর্তমানে তারা ঢাকায় হিউম্যান রাইটস ফোরাম নামের একটি মানবাধিকার সংগঠনের আশ্রয় কেন্দ্রে রয়েছে।


হামিদা বেগম জানান, জুলহাস ব্যাপারী ও তার ছোট ভাই আনোয়ার ব্যাপারী দীর্ঘদিন ধরে আমার বসতভিটাসহ জমি দখলের পাঁয়তারা করছে। এর ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি বিকাল আনুমানিক ৪ টার দিকে তারা আমার বাড়িতে এসে আমার ঘর বাড়ি ভাঙচুর করে। আমি তাদের আমার ঘর বাড়ি না ভাঙ্গার অনুরোধ করলে তারা ছোট ছেলে সোহেলকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরের দিন আমি শ্রীনগর থানায় একটি জিডি করি। শ্রীনগর থানার জিডি নম্বর ৮১৫। বর্তমানে তাদের অত্যাচারের কারণে আমি ঢাকায় এসে আত্মগোপন করেছি। হামিদা খাতুন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাঘড়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের স্ত্রী।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত মজিবুর রহমান জানান, তার জিডির পরিপ্রেক্ষিতে আদালতের তদন্তের আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুন্সিগঞ্জটাইমস

Leave a Reply