৩১ মণ জাটকাসহ ৩ মৎস্য ব্যবসায়ী আটক

zatkaমুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে আজ শনিবার ভোরে একটি যাত্রীবাহী লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩১ মণ জাটকাসহ ৩ জনকে গ্রেফতার এবং একটি ট্রলার জব্দ করেছে করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ হেলাল মিয়া (৩০), আল-ইসলাম (৩৫), মোস্তফা (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারাবান তাহুরা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।

কোস্টর্গাড কর্মকর্তা মো. মিজান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এম.ভি রাসেল-১ নামের একটি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে ১০টি ঝুড়িতে রাখা জাটকা ইলিশগুলো আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা ৩ মৎস্য ব্যবসায়ীকে জাটকা নিধন ও বাজারজাত করার অভিযোগে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পরিশোধ করে তারা ছাড়া পায়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

গত ১ ফেব্র“য়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৮১ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

এটিএনবিডি

Leave a Reply