গজারিয়ায় খান ব্রাদাস শিপিং পরিদর্শনে নৌমন্ত্রী

sk1নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার খান ব্রাদাস শিপিং বিল্ডার্স ফেরি পরিদর্শনে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান আমল থেকে বিগত আওয়ামী লীগের ৯৬ সাল পর্যন্ত নির্মাণ করা হয় ১৫টি ফেরি। স্বাধীনতার আগেও এ দেশে ফেরি ছিল ১৫টি।
sk1
বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে নতুন করে আরও ১৭টি ফেরি নির্মাণের প্রস্তুতি নেন, তার মধ্যে ১১টি ফেরি ইতোমধ্যে দেশের বিভিন্ন রুটে যাত্রী সেবায় ব্যবহার করা হচ্ছে। আর বাকি ৬টি ফেরির মধ্যে ৩টি ফেরির নির্মাণ কাজ শেষ হয়েছে। সেগুলো আগামী ১৫ জুলাইর মধ্যে যাত্রী সেবায় ব্যবহার করা হবে। অপর ৩টি ফেরি নির্মাণ কাজ চলছে তাও আগামী এক বছরের মধ্যে আমাদের হতে পৌঁছাবে।
sk2
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইডব্লিউর চেয়ারম্যান মিজানুর রহমান, খান ব্রাদাসের এমডি তোফায়েল আহম্মেদসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খান ব্রাদার্স শিপিং বিল্ডার্সের বিভিন্ন কর্মকর্তারা।

দ্য রিপোর্ট

Leave a Reply