পিনাক মালিকের ছেলে ওমর ফারুক লিমন গ্রেপ্তার

PINAK+SON+PICমুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিকের পর তার ছেলেকেও গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, গ্রেপ্তার ওমর ফারুক লিমন (২৭) ওই লঞ্চের সার্বিক তদারকির দ্বায়িত্বে ছিলেন।

র‌্যারেব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার ভোর রাতের দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পিনাকের মালিক আবু বকর সিদ্দিক কালুকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে গত ৪ অগাস্ট পদ্মায় ডুবে যায় পিনাক-৬ নামের লঞ্চটি।
PINAK+SON+PIC
ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাকমালিক আবু বকর, তার ছেলে লিমন, লঞ্চের সারেং ও সুকানিসহ ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া।

প্রশাসনের তথ্য অনুযায়ী, লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন।

বিডিনিউজ

Leave a Reply