গজারিয়ায় রাস্তা মেরামতের দাবী সিএনজি চালকদের

muktarpurRoadগজারিয়া উপজেলার রাস্তাগুলো দ্রুত মেরামত ও যাত্রী ছাউনী নির্মাণের দাবী জানিয়েছেন বালুয়াকান্দি ইউনিয়নের সিএনজি চালকরা। তাদের স্বাক্ষরিত একটি চিঠি গনমাধ্যম দ্বারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী তুলে ধরেছেন। এত বলা হয়েছে আমাদের গজারিয়া উপজেলায় প্রায় ৫শত সিএনজি রয়েছে। যা যাতায়াতের অন্যতম মাধ্যম। এই উপজেলার রাস্তাগুলো বেশিরভাগই ভাঙ্গা, বিশেষ করে ভবেরচর থেকে গজারিয়া উপজেলা পরিষদ, আনারপুরা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত। রাস্তা ভাঙ্গার কারণে প্রায় প্রতিদিনই আমাদের দূর্ঘটনার স্বীকার হতে হয়। যা আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ভাঙ্গা রাস্তার জন্য স্কুেলর ছাত্রছাত্রীরা ও অফিসগামী লোকজন যাত্রী দূর্ভোগের স্বীকার হচ্ছে। মাসের পর মাস রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে না।

উল্লেখ্য যে, আমরা সিএনজি চালকরা নিজেদের কাছ থেকে চাঁদা তুলে একাধিকবার রাস্তা মেরামত করেছি। অন্যদিকে যাত্রী দূর্ভোগ কমাতে বালুয়াকান্দি সিএনজি ষ্ট্যান্ডে স্থায়ী ভাবে একটি যাত্রী ছাউনি করার দাবিতে গত ০৫/১১/২০১০ইং তারিখে উপজেলা চেয়ারম্যানের বরাবর লিখিত আবেদন জানিয়েছিলাম। সেখানে মুক্তিযোদ্ধাসহ অনেক গনমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর ছিল। এখনও পর্যন্ত তার কোন সুফল পাওয়া যায়নি। রাস্তা মেরামতের বিষয়ে মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এ্যাড: মৃনাল কান্তি দাশ বলেন, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আকস্মিক ভাবে গজারিয়ায় এলে গজারিয়া উপজেলার চলাচলের রাস্তাগুলো কিছুটা মেরামত করা হয়েছিল। বাকি কাজগুলো অচিরেই মেরামত করা হবে বলে জানান।

গজারিয়া আলোড়ন

Comments are closed.