শ্রীনগরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ৩

sssssঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডে রবিবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছে। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন ও বীরতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জরিপ হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক ও শ্রীনগর কলেজ শাখার ছাত্রলীগ নেতা রাব্বির নেতৃত্বে ৮-১০ জন ছাত্রলীগ নেতা-কর্মী। পরে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজন মারামারি থামাতে গিয়ে আঘাত পান। সাব্বিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জরিপ ও সুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

কালের কন্ঠ

Leave a Reply