সিরাজদিখানে পুকুরে কোরবানির পশুর বর্জ্য ফেলে মাছের ক্ষতি সাধন

সেলিনা ইসলাম: সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদী গ্রামের আব্দুল মালেক দেওয়ানের পুকুরে শত্রুতার কারনে কোরবানির পশুর বর্জ্য ফেলে প্রায় দের লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে রবিবার আব্দুল মালেক বাদী হয়ে ইছাপুরা গ্রামের মৃত ছাহেব আলী দেওয়ানের তিন ছেলে আব্দুর রাজ্জাক দেওয়ান, শাহ আলম দেওয়ান ও স্বপন দেওয়ানের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল মালেক দেওয়ান জানান, পুকুরে বড় বড় রুই, কাতল মৃগেল মাছের চাষ করেছি এক একটি মাছের ওজন ২ কেজি থেকে ৭ কেজি পর্যন্ত হয়েছে। প্রায় ৫ লাখ টাকার মাছ চাষ করেছি। ঈদের দিন বিকালে আব্দুর রাজ্জাক গংরা কোরবানির পশুর বর্জ্য পুকুরে ফেললে কেয়ার টেকার বাধা দিলে তাকে মারধর করতে চেষ্টা করে। পশুর রক্ত ও বর্জ্যে পুকুরের পানি ন্ষ্ট হয়ে আমার শতাধিক বড় ছোট মাছ তিনদিন ধরে মরতে শুরু করেছে, তাতে আমার দের লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তাদের সাথে কথা বলতে গেলে আমাকেও মেরে ফেলার হুমকী দেয়। তাই থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি।

জনতার নিউজ

Leave a Reply