টঙ্গিবাড়ীতে মিটার না পেয়ে উদ্বিগ্ন হাজারো গ্রাহক

পল্লী বিদ্যুতের মিটার বাণিজ্য
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী পল্লী বিদ্যুত সমিতির মিটার প্রার্থী গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কয়েক হাজার মিটার প্রার্থী দীর্ঘদিন যাবত টাকা জমা দিয়ে মিটার না পেয়ে পল্লী বিদ্যুত অফিসে এসে দিনের পর দিন ধরনা দিচ্ছেন। দালালদের মাধ্যমে ৭শ’ টাকা মূল্যের মিটার ১০-১২ হাজার টাকা জমা দিয়েও মিটার না পেয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এসব গ্রাহকের মধ্যে।

জানা যায়, টঙ্গিবাড়ী পল্লী বিদ্যুত সমিতি এলাকার কিছু শক্তিশালী সিন্ডিকেট ও প্রায় অর্ধশত দালালের হাতে জিম্মি হয়ে পড়েছে। গ্রাহকরা এ সমস্ত দালাল ও সিন্ডিকেট ছাড়া মিটার, খুঁটি নিতে পারছে না। পল্লী বিদ্যুত সমিতির কিছু কিছু মিটার বর্তমানে বরাদ্দ হলেও এ সমস্ত মিটারের ভাগাভাগি নিয়ে সিন্ডিকেট ও দালালদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। চলতি মাসে ৮০টি মিটার বরাদ্দ হলে এর ভাগাভাগি নিয়ে সিন্ডিকেটগুলো গ্রুপিং লবিংয়ে জড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুত সিন্ডিকেটের সদস্যরা জানান, প্রতি মিটার বাবদ ডিজিএম গিয়াসউদ্দিকে ১ হাজার, ইঞ্জিনিয়ার সেলিম ১ হাজার ও ইন্সপেক্টর সালাম এবং ওয়াজেদকে ৫শ’ করে টাকা দিতে হচ্ছে। টাকা দেয়ার পরও মিটার পাচ্ছে না তারা। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম গিয়াসউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে সে অভিযোগ অস্বীকার করে বলেন, মিটারের জন্য কত হাজার আবেদন জমা আছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটি একটি চলমান প্রক্রিয়া। আবেদন হচ্ছে আমরা মিটারও দিচ্ছি।

জনকন্ঠ

Leave a Reply