লৌহজংয়ে ইউএনওর হস্ত্যক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাএী লিজা

শেখ সাইদুর রহমান টুটুল: বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেনীর ছাএী লিজা আক্তার(১২)। লৌহজং উপজেলার ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাএী লিজা, একদিন পরই তার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কনকসার ইউনিয়ন ১নং ওয়ার্ডের মৃতঃ হাসেম মোড়লের মেয়ে সে। পড়াশুনা করে সমাজের বড় কিছু হওয়ার সাধ থাকলেও পরিবারের চপিয়ে দেয়া ইচ্ছের কাছে সব ছিলো তার স্বপ্ন দেখার মত।

পরিবারের ইচ্ছেতেই শুক্রবার বিয়ের পিড়িতে বসার কথা ছিল লিজার। বিধিবাম বিষয়টি খবর পেয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান। তখনি বিষয়টি খবর নিয়ে লৌহজং থানার ওসি ও কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে দ্রুত নির্দেশ দেন বিয়ে বন্ধ করার।

লৌহজং থানার ওসি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন লিজাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে শুক্রবার সকালে এই বিয়ে বন্ধ করে দেন। শেষে ইউএনওর হস্ত্যক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল শিক্ষার্থী লিজা।

বাংলাপোষ্ট

Leave a Reply