মির্জা আব্বাসের পক্ষে “বিক্রমপুর ইজম” সৃষ্টি করতে চায়

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচন মুন্সীগঞ্জ বিএনপি
ভবতোষ চৌধুরী নুপুরঃ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার দক্ষিনে দলীয় প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোটারের মন জয় করতে “বিক্রমপুর ইজম” সৃষ্টি করতে চায় মুন্সীগঞ্জ বিএনপি।

এ লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে আজ বুধবার দলীয় প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে নেমেছেন জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী।
জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়াম থেকে প্রচারে নামে।

বিকেল ৬ টা পর্যন্ত মির্জা আব্বাসের “মগ” প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনায় বায়তুল মোকারম মসজিদ, গুলিস্তান, মতিঝিল, দিলকুশাসহ আশপাশ এলাকা চষে বেড়ান নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, মির্জা আব্বাসের নির্বাচনী বৈতরনী পাড়ি দিতে “বিক্রমপুর ইজম” সৃষ্টি করাই এখন মুন্সীগঞ্জ বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। কেননা- ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে বেশ কিছু অঞ্চল বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের নানা পেশাজীবী মানুষের আবাসস্থল।

প্রচারে নেমে মির্জা আব্বাসের জয়ের ব্যাপারে আশাবাদী কথা বলেছেন সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই। নির্বাচনী প্রচারে বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে আব্দুল হাই বলেন- সরকার দলের সমর্থিত প্রার্থীদের প্রচারে কোন বাঁধা নেই। অথচ বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রচারের নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলের ক্যাডাররা।

মির্জা আব্বাসের পক্ষে প্রচারের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে ইরাদত মানু, লৌহজং উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খান, সাধারন সম্পাদক কহিনুর শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ইদ্রিস মিয়াজি মোহন, গজারিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিকুল্লাহ ফরিদ, কেন্দ্রীয় যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ইদ্রিস মিয়াজি মোহন, গজারিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিকুল্লাহ ফরিদ, গজারিয়া শ্রমিক দলের সাধারন সম্পাদক মকবুল হোসেন রতন, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

মুন্সিগঞ্জেরসময়

Leave a Reply