সিরাজদিখানের কেয়াইনে মন্দিরের ৩ টি মুর্তি ভাংচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত্যুবিনাশিনী কালী মন্দিরে ভাংচুর করা হয়েছে। বুধবার রাতে দুর্বৃত্তরা এই ভাংচুর চালালেও কারা এই ভাংচুরের সাথে জড়িত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকা জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন রায় জানান, আগামী মঙ্গলবার কালী পুজো উপলক্ষে মুর্তিগুলো বানিয়ে মন্দিরে রাখা হয়েছিল। শুধু রং করা বাকী ছিল মুর্তিতে। বুধবার রাতের আধারে কে বা কারা মন্দিনের কালী , জমরাজ ও শিতলা মুর্তিসহ ৩টি মুর্তি ভাংচুর করে চলে যায়। সকালে মন্দিরে গিয়ে পূজারীরা মুর্তিগুলো ভাঙা দেখতে পায়। স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষ বিকেলে মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সান্তনা দেন। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান মূর্তি ভাংচুরের ঘটনাটি অস্বীকার করে বলেন, আসলে রাস্তার পাশে রাখা দুটি মুর্তি হয়তো পরে গিয়ে ভেঙে গেছে। কেউ ভাংচুর করেনি। কেউ ভাংচুর না করলে এমপি কেন পরিদর্শনে যাচ্ছেন? এ রকম প্রশ্নের উত্তরে তিনি বলেন আমিও যাচ্ছি, সকালেও গিয়েছিরাম।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply