মুন্সীগঞ্জে ছিন্নমূলদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

পুলিশ ভালো কাজও করে! মুন্সীগঞ্জ পুলিশ ছিন্নমূল ১৬৫০টি পরিবারের মাঝে নতুন কম্বল ও সুয়েটার বিতরণ করেছেন। শুক্রবার রাতে তীব্র শীতের মধ্যে শহরের লঞ্চঘাট ও মুক্তারপুর বেঁেদ বস্তিতে এই কম্বল ও সুয়েটার বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ সুপার জানান, শীতে যখন ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছে তখন পুলিশ বসে থাকতে পারে না। তাই কনস্টেবল থেকে এসপি পর্যন্ত জেলার সকল অর্থাৎ ৮২৪ জন পুলিশ সদস্য রেশনের খাদ্যশষ্য দিয়ে ছিন্নমূল মানুষের জন্য শীতের বস্ত্র কিনেছেন। এই শীতের বস্ত্র জেলার সকল এলাকার অনগ্রসর মানুষের মাঝে বিতরণ করা হয়। এই শীত বস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সহকারী পুলিশ সুপার মুহম্মদ ইমদাত হোসাইন ও সদর থানার ওসি আবুল খায়ের ফকির প্রমুখ।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply