গজারিয়ায় ৩৪ ঘণ্টা পর মুক্তিপণে শিশু উদ্ধার, ফুফু আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দি গ্রাম থেকে অপহৃত শিশু রুহানা আক্তার রিমাকে (৩) ৩৪ ঘণ্টা পর উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার ফুফু ফরিদা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী মো. রোকন প্রধানের শিশু কন্যা রুহানা আক্তার রিমা মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের মসজিদের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় রিমার মা লিজা বেগম বাদী হয়ে বুধবার রাতে গজারিয়া থানায় একটি অপহরণ মামলা করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস হোসেন জানান, পুলিশের একটি চৌকস টিম সুকৌশলে মুক্তিপণের টাকার প্রলোভন দেখিয়ে অপহরণকারীকে মদনপুরে আসতে বলে। অপহরণকারী দলের এক সদস্য মদনপুর থেকে ৬ লাখ টাকা নিয়ে চলে যায়। আরেক সদস্য রিমাকে ফিরিয়ে দিতে আসলে ওঁতপেতে থাকা পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। আটক ফরিদা বেগম (৪৫) অপহৃত রিমার ফুফু। পুলিশ ফরিদাকে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে রিমাকে ফেরত পেয়ে আনন্দের জোয়ার বইছে তার পরিবারে।

দ্য রিপোর্ট

Leave a Reply