ধুলোয় গড়ায় দ্রোণাচার্যের মস্তক – যাকির সাইদ

মধ্যরাতে ঘুম ভেঙে গেলে আর্তনাদ
জাগে ফের ঘাসেদের জমিনবাড়িতে,
কুয়াশার গানে গানে সিক্ত হয় মন।
নিজ বাড়ি থেকে নেমে আসে উন্মাতাল
চাঁদ, দমের প্রবেশপথে বাতাসের
জন্ম ইতিহাস পড়ি, জীবন ঘুমিয়ে
রেখে গুরুদক্ষিণার জন্যে হাত পাতে
দ্রোণাচার্য, তখনো কারণ সমুদ্রে
ঘুমিয়ে আছেন বিষ্ণুদের, বিষ্ণুবক্ষে
ভৃগুমুনির পা লক্ষ্মীও নিশ্চিন্ত হন।

ঘাসের জমিনবাড়ি রক্তেরাঙা হয়,
ধুলোয় গড়ায় দ্রোণাচার্যের মস্তক,
বীর অর্জুনও মুখ থুবড়ে পড়েছেন,
একলব্য সবাইকে ছাড়িয়ে ঐ…দূ…র…

কালের কন্ঠ

Leave a Reply