বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু-কিশোর ও সাধারন মানুষের ঢল

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে মুন্সীগঞ্জ শহরে জেলা প্রশাসনের আয়োজিত র‌্যালীতে শিশু-কিশোর ও সাধারন মানুষের ঢল নেমেছে। শহরের জেলা কালেক্টর ভবন থেকে র‌্যালীটি বের হয়ে সড়ক প্রদক্ষিন করে শহরের পুরাতন কাচারীর শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ।

এদিকে, বেলা সাড়ে ১২ টার দিকে শহরস্থ জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সদর উপজেলা যুবলীগের ব্যানারে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটে ২ শিশু।

মুন্সীগঞ্জ শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল বিন সামাদ শুভ্র, প্রেসক্লাবের সাধার সম্পাদক কাজী দীপু এটিএন নিউজের জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমনসহ সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।

এছাড়া শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর জন্ম দিনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক মো: সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply