মালখানগরে সরকারী জায়গা উপর বহুতল ভবন নির্মাণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেসার গ্রামে সরকারী জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী বাসিন্দা । ভূমি কার্যালয়ের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, রাস্তাটি ফেগুনেসার মৌজার ১ নং খাস খতিয়ানের যার আর এস দাগ নং ৪৭। তারপরও নিয়ম নীতি অবজ্ঞা করে স্থানীয় হাবিুবুর রহমান এই বহুতল ভবন নির্মান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসন বাধা দেওয়ার পরও সরকারী খাস জায়গায় বহুতল ভবন নির্মান করছেন তিনি।

ঘটনা সত্যতা স্বীকার করে মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা বেগম জোৎ¯œা বলেন, স্থানীয় ভাবে আমরা বাধা দেওয়া পরও কোন কর্নপাত না করে তিনি বহুতল ভবন নির্মান করেই যাচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন এটি তার ব্যক্তি মালিকানাধনি সম্পত্তি। তিনি আরও বলেন আমার জায়গায় আমি বিল্ডিং করছি কিন্তু আমার আপন ভাই আমার সাথে শত্রুতা করে আমার পিছে লোক লাগিয়েছে যাতে আমি বিল্ডিং না করতে পারি ।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিনা পারভীন বলেন,আমি অভিযোগ পেয়ে তাৎক্ষনিক স্থানীয় তহশীলদারকে নোটিশ প্রদান করতে বলি। নোটিশ পাওয়ার পরও যদি সে কাজ চালিয়ে যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

হাবিব স্থানীয় ফেগুনেসার গ্রামের মৃত আবুবক্কর ছিদ্দিকের ছেলে ।

জনকন্ঠ

Leave a Reply