শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজিকে ধরতে রাতভর অভিযান

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহজালাল ও তার সহযোগীদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশের একটি বিশেষ দল। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত অভিযানে চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।

জেলা সদরের দক্ষিণ কোটগাঁও এলাকার শাহজালাল মিজির বাড়িতে রাতভর অভিযান চালালেও শাহজালাল মিজিকে আটক করতে পারেনি। অভিযানকালে পুলিশ ও ডিবি পুলিশ পুরো এলাকায় ঘিরে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নাশকতার জন্য শাহজালালসহ ১৫-২০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে একত্রিত হয়েছে এমন খবর পেয়ে আমরা তার ফোন ট্রেকিং করে অবস্থান নিশ্চিত করে অভিযানে নামি। শাহজালাল বাহিনী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। শাহজালাল এক পর্যায়ে পুলিশকে মারধোর করে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে রাসেল খান মিলন (৩২) ও শামীমকে (৩০) অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, গতকালের ঘটনায় অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার কারণে পৃথক দুটি মামলা করা হয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply