গলদা চিড়িংর রেনুসহ ভূয়া কোস্টগার্ড সদস্যসহ আটক ৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলদা চিড়িংর রেণুসহ ভূয়া কোস্টগার্ড সদস্যসহ ৩ ব্যক্তিকে আটক করেছে মাওয়া কোস্টগার্ড। শিমুলিয়া ফেরি ঘাট হতে আজ শুক্রবার ভোরে ৭৩টি ড্রামে ১৫ লাখ পিস রেনুসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আব্দুল জলিলের নের্তত্বে কোস্টগার্ডের একটি দল শিমুলিয়া ফেরি ঘাটে ওৎ ফেতে থাকে। ভোর চারটার দিকে ৩ নং ফেরি ঘাটের কাছে দক্ষিনবঙ্গগামী একটি ট্রাকে ৭৩টি ড্রাম ভর্তি নিষিদ্ধ গলদা চিড়িংর রেণু আটক করে। এ সময় মো. রুবেল ইসলাম (৩১) নামে এক ব্যক্তি নিজেকে কোস্টগার্ডের পরিচয় দিয়ে ট্রাকটি ছেড়ে দিতে বলে। সাদা পোশাকে থাকা কোস্টগার্ড সদস্যদের পরিচয় জানতে পেরে রুবেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ট্রাকটি ছেড়ে দিতে বলে। এ সময় কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। একই সাথে ট্রাকের চালক মো. রাশেদ (২৫) ও শ্রমিক আমজাদ হোসেনকেও (৫৫) আটক করা হয়। পরে লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের উপস্থিতিতে গলদা চিড়িং রেণুগুলো শিমুলিয়া ঘাটের কাছের পদ্মায় ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য মো. রুবেল ইসলাম লৌহজংয়ের দক্ষিন মেদিনী মন্ডল গ্রামের মৃত কলিমুদ্দিন রাঢ়ীর পুত্র। সে দীর্ঘ যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে শিমুলিয়া ফেরি ঘাট ও মাওয়া মৎস্য আড়তসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজী করে আসছিল। কোস্টগার্ডের পরিচয়েও মাদক ব্যবসায়ীদের নিকট থেকেও চাঁদাবাজী করছিল। স্থানীয় সাংবাদিকরা তার এ রকম আচরণে বিব্রত ছিল।

জনকন্ঠ

Leave a Reply