শ্রীনগরে মিলেছে টাইম বোম সাদৃশ্য বস্ত, সনাক্ত করতে বিশেষজ্ঞ টিম আসছে ঢাকা থেকে

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মান্দ্রা প্রাইমারী স্কুলের পাশে পদ্মা নদীর পাড়ে বড় আকারের টাইম বোম সাদৃশ্য একটি বস্তুর সন্ধান মিলেছে। এর আগে টাইম বোম সাদৃশ্য এই বস্তুটি পাশের মৃধা বাড়ির বেলায়েৎ মৃধার ঘরের বাইরের দেয়ালে রেখে গত কাল রাতে মুঠো ফোনের মাধ্যমে বেলায়েৎ মৃধার স্ত্রী জিয়াছমিনকে জানান দেন।

পরে রাত দুইটার দিকে সেখান থেকে এটা সড়িয়ে পদ্মার পাড় বালুর ওপর রেখে পুলিশের নজরে রাখা হয়। সোমবার সকালে মুন্সীগঞ্জে কর্মরত পুলিশ ও র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করলেও তারা বস্তুটি বোম কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে পারেনি। জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, ঢাকা বোম বিশেষজ্ঞ টিমের সাথে কথা বলেছেন তিনি।

আর জেলা প্রশাসক সায়লা ফারজানা কাউন্টার টেরিজমের বোম ডিস্পুজাল টিমের সাথে যোগাযোগ করে তাদের আসার আহ্বান জানিয়েছেন। কাউন্টার টেরিজমের বোম বিশেষজ্ঞ ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন বলেও জানান ডিসি। যদি এটা বোম হয়ে থাকে, সে ক্ষেত্রে দুর্বৃত্তরা টার্গেটের ভূল জায়গায় বোমটি পুতেছে বলে, জিয়াছমিনকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন বলে মনে করছেন পুলিশ।

Leave a Reply