সুহৃদ খোঁজে – জসীম উদ্দীন দেওয়ান

হিয়া দিয়া রাইখো তারে, ডাইকো না তব বারে বারে, রাইখো তবে নজরে।
কোথা থাকে? কোন বা বাঁকে? কেমনে বসছে পাঁজরে।
সে যে সুখের লগন, স্বপ্নের গগন, আপন করে চায়।
দু:খের সনে, বিরান বনে মুখ তাঁর ফিরায়।
সে যে সুখের পথে, কদম ফেলে,
দু;খের আঁচর দুরে ঠেলে,
তোমা ভুলে রয়।
তব কেনবা ডাকো, বুঝো নাকো, সে যে তোমার নয়।
দিলে হিয়া, বুকে নিয়া, সাধন সঙ্গ নিলে,
নদী ভাঙ্গা বসত তোমার, যুগে যুগে মিলে।
ও যে জোনাক বনে, তোমার সনে,
আপন সুখে, আপন ক্ষনে,
কদম ফেলে ভেবে মনে।
তারই ভরসা তায়।
সে যে অমানিশার কালো ডোরে,
তোমারে দোলায়।
ভাবো সুহৃদ, মানবতার পীড়িত,
কার সাথে কার হয়?
খুঁজে ফিরে,ধরার তরে,
ভাবনায় তাকি রয়?

Leave a Reply