মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা চৌরাস্তা ও হাতরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, উপজেলার হাতরপাড়া গ্রামের আজিজ বেপারীর ছেলে বাবু বেপারীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার খুইপাড়া এলাকার শাহজাহান মিয়ার লোকজনের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের আজিম, শাহীন, মামুন টেটাবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়। অপরদিকে সংঘর্ষে বাবু’র মাথায় আঘাত লাগে বলে স্থানীয়রা জানান।
আহতদের মধ্যে ৩ জনকে টেঁটাবিদ্ধ অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠান।
এব্যাপারে সিরাজদিখান থানার এস আই মো. হিমেল হোসাইন জানান, এখন পরিস্থিতি শান্ত আছে ।
এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
মানবজমিন
Leave a Reply