রক্তশূন্য গতর -জসীম উদ্দীন দেওয়ান

সমাজ ও সময়ের রোষানলে, মেরুদন্ডহীন পুরুষের দলে।
সহজ সরলতার টানে, পথ আমার বিফলে।
বৃষ্টির ছন্দ কানে বাজেনা,উড়ন্ত দল বাধা বলাকা মালা আমার চাহনিতে সাজেনা।
সাদা ফ্যাকাশে রক্ত শূণ্য গতর নিযে চলি।
সাধলয়ে, সাধ্যহীন দেহে ঘাম ফেলি।
কবিতার গভীরতায় দুর হয়না, জাকির সাইদের ন্যায় ক্ষত।
চাযের কাপের টানে কবিতা আসেনা, আনমনা আনোয়ারের মতো।
সোনালী আকাশের রুদ্রে দাঁড়িয়ে, হতে পারিনা অনু ইসলাম।
অয়ন সাইদের মতো দুরে সড়াতে পারিনা, বঞ্চিতদের বদনাম।
আমি কি পেরেছি হতে, প্রত্যয়ী বালক মাহবুব আলম জয়?
কলুশিত সমাজ দেখে দেখে, সভ্যতার ক্ষয়।
সোনালী সূর্য মাখা আকাশ, বাঁকা চোখে ডাকে।
অবলা আমাতে নিস্তেজতার ফাঁকে।

Leave a Reply