উত্তপ্ত মিরকাদিম – জসীম উদ্দীন দেওয়ান

উত্তপ্ত বড় বেশি রকমের কল্পনাতীত।
যেথা ভ্রাতৃত্বের বন্ধনে ছিলো শক্ত ভীত।
চলমান সখ্যতা, শান্তিপূর্ণতা সবটা অতীত।
ছিলোনা রাজনৈতিক সহিংসতা,
দ্বন্ধ সংঘাতের রেশ।
ছিলোনা যেথা কোন বিদ্বেষ।
সুপ্ত সাংস্কৃতিক, বিকাশহীন প্রতিভা।
কঠোর নীতিতে এক হাতে, এক রোখা।
মানবতা, গুনির সম্মান সবটাই বিলীন।
চলার পথের কোথাও নেই ভুলহীন।
গলাবাজিতে, মহারাজ সাজিতে, উত্তপ্ত প্রিয় মিরকাদিম।
অবহেলায় ধোকে, জমির কাদিম,মনির কাদিম।
আর কতো হেলা? কাটুক এবেলা।
সু সংস্কৃতির চাকা ঘুরে, সভ্যতাটা এসে ফিরে।
সুখ সুর ভেসে আয়, মিরকাদিমের ঘরে ঘরে।।

Leave a Reply