টংগিবাড়ীতে ইলিশ মাছের ক্রেতাসহ ৬ জনের কারাদণ্ড

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইলিশ মাছ শিকার ও কেনার অভিযোগে জেলেসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৩২০ কেজি ইলিশ মাছ ও ইলিশ শিকারে ব্যবহৃত দুইটি নৌকা ও একটি স্পিড বোট জব্দ করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত এক লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার পদ্মা নদী ও হাসাইল এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন জেলেকে ৭ দিন ও তিনজন ক্রেতাকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

৭ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হাসাইল গ্রামের আলী ও আওলাদ হোসেন এবং লৌহজং উপজেলার কলমা গ্রামের কাওসার শেখ।

অন্যদিকে ৩ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাংলাবাজার গ্রামের সবুজ, মোহন মিয়া ও মুসা।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, ইলিশ মাছ ধরা এবং ক্রয়ের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত এক লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং দুইটি নৌকা ও একটি স্পিড বোট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাছগুলো মাদ্রাসা, পত্রিকা বিক্রেতা হকার ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করেন উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড মাওয়া ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।

দৈনিক অধিকার

Leave a Reply